বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এই সরকার জনগনের স্বাধীন মত প্রকাশে বাধা দিচ্ছে। এই সরকারকে আন্দোলনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত করতে হবে।
মঙ্গলবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, মরহুম কেএম ওবায়দুর রহমানের ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামীতে বিএনপিই সরকার গঠন করবে। এই সরকারের পায়ের নিচে এখন আর মাটি নাই, এদেশের সধারন জনগণ এখন আর এই সরকারকে দেখতে চায় না।
কেএম ওবায়দুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্থানীয় শামা ডেইরী ফার্ম মাঠে এক স্বরণ সভার আয়োজন করে নগরকান্দা উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মরহুম কেএম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদ্দারেছ আলী ইছা, যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আতাউর রহমান বাচ্চু, আজম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রিন্ট