ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo প্রকৃতি ও ফ্যাশনের মিশেলে রেনো ১৩ সিরিজের স্মার্টফোন আনছে অপো Logo ফরিদপুরে হাসিবুল হাসান (হাসিব মিয়া স্মৃতি) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo হাতিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রী সহ চার গরুর মৃত্যু Logo ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় দুই যুবককে গুলি করে হত্যা Logo জাতীয় নাগরিক কমিটির রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষিত Logo পাংশায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত সাবেক ওসি মিজানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত Logo গরু চোরের ৮ সদস্য জনতার হতে আটক, দিলেন পুলিশে Logo লালপুরে ছাত্রলীগ নেতা আটক Logo লালপুরে বিএনপি’র মৃত নেতাকর্মীদের জন্য দোয়া করলেন তাইফুল ইসলাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবেঃ -হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আমরা বারবার বলে এসেছি, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। যেসব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে। যদি কেউ নির্বাচনে অংশ না নেয় তাহলে তারাই পরে রাজনৈতিক সংকটে পড়বে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই সরকারের কিছু করার সক্ষমতা নেই। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে। এসব আন্দোলনের খেলা বিএনপির শেষ হয়ে গেছে। এদের এই আন্দোলনের খেলা এখন জনগণ ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না মনে করে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হত্যা, সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও নাশকতামূলক কর্মকাণ্ড করা বিএনপির রাজনৈতিক চরিত্র। তাড়া প্রতিষ্ঠাকাল থেকেই এই কাজ করে এসেছে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হত্যা সন্ত্রাস করেছে।

তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এগুলো দেশবাসী জানে। তবে তার যে পরিণতি ভালো হয় না সেটি নিশ্চয়ই বিএনপির উপলব্ধি হয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরে তাদের যে শাস্তি পেতে হয় সেটি ওরা জানে।

হানিফ আরও বলেন, আমাদের বিশ্বাস, বিএনপি অতীতে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করেছে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার ভবিষ্যতে আর সাহস পাবে না। সেই সুযোগও পাবে না।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

error: Content is protected !!

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবেঃ -হানিফ

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আমরা বারবার বলে এসেছি, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। যেসব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে। যদি কেউ নির্বাচনে অংশ না নেয় তাহলে তারাই পরে রাজনৈতিক সংকটে পড়বে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই সরকারের কিছু করার সক্ষমতা নেই। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে। এসব আন্দোলনের খেলা বিএনপির শেষ হয়ে গেছে। এদের এই আন্দোলনের খেলা এখন জনগণ ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না মনে করে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হত্যা, সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও নাশকতামূলক কর্মকাণ্ড করা বিএনপির রাজনৈতিক চরিত্র। তাড়া প্রতিষ্ঠাকাল থেকেই এই কাজ করে এসেছে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হত্যা সন্ত্রাস করেছে।

তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এগুলো দেশবাসী জানে। তবে তার যে পরিণতি ভালো হয় না সেটি নিশ্চয়ই বিএনপির উপলব্ধি হয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরে তাদের যে শাস্তি পেতে হয় সেটি ওরা জানে।

হানিফ আরও বলেন, আমাদের বিশ্বাস, বিএনপি অতীতে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করেছে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার ভবিষ্যতে আর সাহস পাবে না। সেই সুযোগও পাবে না।


প্রিন্ট