ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান ইউএনও’র Logo হরিপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর Logo নাটোর-১ আসন হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্তঃ -আবুল কালাম আজাদ Logo যত বড় নেতাই হন না কেন- অপকর্ম করলে তার জায়গা বিএনপিতে হবে নাঃ -অমিত Logo র‌্যাবের অভিযানে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ; গ্রেফতার ০৫ Logo বালিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ উদ্বোধন Logo কখনো ডিবি কখনো মানবাধিকার কর্মী, অবশেষে শশুরবাড়ি থেকে গ্রেফতার প্রতারক কামাল Logo নোয়াখালীতে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু Logo মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১ Logo তানোর-বায়া রাস্তায় ইট ও খানাখন্দ বাড়িয়েছে যাত্রীদের জীবনঝুঁকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবেঃ -হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আমরা বারবার বলে এসেছি, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। যেসব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে। যদি কেউ নির্বাচনে অংশ না নেয় তাহলে তারাই পরে রাজনৈতিক সংকটে পড়বে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই সরকারের কিছু করার সক্ষমতা নেই। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে। এসব আন্দোলনের খেলা বিএনপির শেষ হয়ে গেছে। এদের এই আন্দোলনের খেলা এখন জনগণ ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না মনে করে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হত্যা, সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও নাশকতামূলক কর্মকাণ্ড করা বিএনপির রাজনৈতিক চরিত্র। তাড়া প্রতিষ্ঠাকাল থেকেই এই কাজ করে এসেছে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হত্যা সন্ত্রাস করেছে।

তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এগুলো দেশবাসী জানে। তবে তার যে পরিণতি ভালো হয় না সেটি নিশ্চয়ই বিএনপির উপলব্ধি হয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরে তাদের যে শাস্তি পেতে হয় সেটি ওরা জানে।

হানিফ আরও বলেন, আমাদের বিশ্বাস, বিএনপি অতীতে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করেছে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার ভবিষ্যতে আর সাহস পাবে না। সেই সুযোগও পাবে না।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান ইউএনও’র

error: Content is protected !!

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবেঃ -হানিফ

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আমরা বারবার বলে এসেছি, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। যেসব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে। যদি কেউ নির্বাচনে অংশ না নেয় তাহলে তারাই পরে রাজনৈতিক সংকটে পড়বে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই সরকারের কিছু করার সক্ষমতা নেই। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে। এসব আন্দোলনের খেলা বিএনপির শেষ হয়ে গেছে। এদের এই আন্দোলনের খেলা এখন জনগণ ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না মনে করে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হত্যা, সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও নাশকতামূলক কর্মকাণ্ড করা বিএনপির রাজনৈতিক চরিত্র। তাড়া প্রতিষ্ঠাকাল থেকেই এই কাজ করে এসেছে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হত্যা সন্ত্রাস করেছে।

তিনি বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এগুলো দেশবাসী জানে। তবে তার যে পরিণতি ভালো হয় না সেটি নিশ্চয়ই বিএনপির উপলব্ধি হয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরে তাদের যে শাস্তি পেতে হয় সেটি ওরা জানে।

হানিফ আরও বলেন, আমাদের বিশ্বাস, বিএনপি অতীতে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করেছে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার ভবিষ্যতে আর সাহস পাবে না। সেই সুযোগও পাবে না।


প্রিন্ট