ফরিদপুরে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিল আদেশ প্রত্যাহারের দাবীতে এক মানব বন্ধন আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
দৈনিক দিনকাল ফরিদপুরের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম আঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক দিনকাল পাঠক ফোরামের সদস্য রাজিব হোসেন, দিনকাল পাঠক ফোরাম সৌদি আরব শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি শাহরিয়ার হোসেন , অনুষ্ঠান সঞ্চালনা করেন নগরকান্দা উপজেলা প্রতিনিধি শওকত আলী শরীফ ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দৈনিক দিনকাল পত্রিকাটির ডিক্লারেশন বাতিল আদেশ প্রত্যাহার করার জন্য সরকারের নিকট দাবি জানান।
প্রিন্ট