রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্কাউটের উদ্যোগে বুধবার (২২ ফেব্রুয়ারী) স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে র্যালী শুরু হয়ে শিল্পকলা মোড় হয়ে পাংশা কৃষি ফার্মে গিয়ে র্যালী শেষ হয়। র্যালী শেষে পাংশা কৃষি ফার্ম চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটের সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সফুরা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, সাঁজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মাদ শাহাদত আলী, চরহরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এছাড়াও ভট্টাচার্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাত্তিক চন্দ্র, বাঁশআরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা নাছরিন, হাবাসপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ জাকির হোসেন, পাংশা উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জহুরুল হক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার সহকারী শিক্ষক বশির উদ্দিন আহম্মেদ, কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মুহাম্মদ তরিকুল ইসলাম, মাগুড়াডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপজান নেছা, চরলক্ষèীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার অধিকারী, সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল করিম, ধানুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ শাহজানুল হক, কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অগ্রদূত চক্রবর্তী, হাবাসপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও ভুরকুলিয়া সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট