ফরিদপুর শহরের ঝিলটুলিতে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লিটন আলী, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে অন্যান্যর উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকার, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনি, ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, সাংবাদিক মফিজ ইমাম মিলন, সাবেক প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম কিবরিয়া জামান, এমডি শাহিন সঞ্জয় কর্মকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এই ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করে ছাত্রীদের উপদেশমূলক পরামর্শ প্রদান করেন। প্রতিযোগিতায় মোট ৩০ টি ইভেন্টে ৬ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিরা অংশগ্রহণ করে এছাড়া সাবেক ছাত্রছাত্রীদের, অভিভাবকদের এবং কর্মচারীদের একটি খেলা এবং শিক্ষকদের দুইটি খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে।
প্রিন্ট