ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি
দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার আহবান জানিয়ে দুবাই নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় একটি যোগান দিয়ে যাচ্ছে। তাই দেশকে উন্নত সমৃদ্ধ শালী গড়ার লক্ষ্যে সবাই ব্যাপকভাবে রেমিটেন্স পাঠাবেন এবং বিনিয়োগ করবেন। তিনি বলেন, আমিরাতে বাংলাদেশের বড় একটি অংশ গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। তাদের প্রতিষ্ঠানে হাজার হাজার বাংলাদেশী কর্মসংস্থান হয়েছে। তাই এ খাত থেকেও দেশে পর্যাপ্ত রেমিটেন্স যাচ্ছে।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেডিমেন্ট গার্মেন্টস আরব আমিরাত কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে উম্ম আল কোয়াইন ফার্ম হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডিং এসোসিয়েশন এর সভাপতি ইমন মোহাম্মদ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক মো: জাকির হোসেন,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, প্রকৌশলী আব্দুস সালাম খান, প্রকৌশলী মফিজুল ইসলাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডিং এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সিআইপি মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, গার্মেন্টস এসোসিয়েশন এর উপদেষ্টা শহিদুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মোঃ শাহাবুদ্দিন, উপদেষ্টা নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন গাজী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল সরকার, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ আলম, মোহাম্মদ মাইনুদ্দিন, মোঃ শাহ আলম, মোহাম্মদ বাহাদুর মামুন, সাইদুল ইসলাম প্রমুখ।
প্রিন্ট