নড়াইল-ফুলতলা মহাসড়কের উদ্বােধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী দেশের বিভিন্ন এলাকার ২হাজার কিলােমিটার উন্নয়নরত মহাসড়কের উদ্বােধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১শত ১৭ কটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে ২৬ কিলােমিটার দীর্ঘ নড়াইল-ফুলতলা এ মহাসড়ক নির্মান করা হয়ছে। জেলা প্রশাসক মােহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায়, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জলা পরিষদ চয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বােস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গােলাম মােতুর্জা স্বপন,সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মােঃ আশরাফুজ্জামান, সরকারী কর্মকর্তা,মুক্তিযােদ্ধা,সাংবা দিক,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্তিত ছিলেন।
প্রিন্ট