রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির শিকজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের গত ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু।
|
জানা যায়, একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মতিয়ার রহমান, বিদ্যালয়ের সহসভাপতি জাহেদুর রহমান ডাবলু, দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, শাহিনূর রহমান, বিথী আক্তার ও নার্গিস আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট