ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মোল্যা (সোনা)’র বিরুদ্ধে জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, প্রত্যায়নপত্র, ট্যাক্স রশিদ, ট্রেড লাইন্সেস, হোল্ডিং কার্ড, রেশন কার্ডসহ বিভিন্ন ধরনের সরকারী কাজের ফি অতিরিক্ত অর্থ আদায়, শালিশ বাণিজ্য, বোড অফিসের কার্যক্রম নিজ বাড়িতে পরিচালনা, বিভিন্ন সরকারী প্রকল্পের অর্থ লুটপাট, দুর্নীতি, মাদক ব্যবসা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ মানুষ।
ভুক্তভোগি পরিবার ও জনসাধারনের আয়োজনে মঙ্গলবার (২৭ সেপ্টেস্বর ২০২২) বিকেলে সুতালিয়া সহস্রাইল রূপাপাত সড়কের উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে জুতা উঠিয়ে শ্লোগান করে বিক্ষোভকারীরা।
আরও পড়ুনঃ নিয়ম লঙ্ঘন করে মহিলা ভাইস চেয়ারম্যানের এসএসসির হল পরিদর্শনঃ ফেসবুকে সমালোচনার ঝড়
মানববন্ধনে অংশ নেয় নারী পুরুষ সহ প্রায় ৫ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের মেম্বর খন্দকার আইয়ুব আলী মঙ্গল, ৩ ওয়ার্ডের মেম্বর মুনজুরুল ইসলাম, ২ নং ওয়ার্ডের মেম্বর খুরসেদুল বারি টিটু, ৪ নং ওয়ার্ডের মেম্বর রানিস প্রমুখ।
প্রিন্ট