ফরিদপুরের বোয়ালমারীতে বিদায়ী ইউএনও মো. রেজাউল করিমের বিদায় এবং নবাগত ইউএনও মো. মোশারেফ হোসাইনের যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মো. রেজাউল করিম, নবাগত ইউএনও মো. মোশারেফ হোসাইন, এসিল্যান্ড মারিয়া হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
প্রিন্ট