রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ শতবর্ষের ঐতিহ্যবাহী ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সংস্কার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার ২৯জুন মন্দিরের একতলা ভবনের ছাদ ঢালাই করা হয়েছে।
সকালে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সভাপতি, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অসিত কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, অচিন্ত কুন্ডু ও প্রবীর কুন্ডুসহ মন্দির কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সভাপতি উত্তম কুমার কুন্ডু রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিসহ মন্দির উন্নয়নে সহযোগিতা প্রদানকারীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করেন তিনি। মন্দিরে ছাদ ঢালাই উপলক্ষে পূজার আয়োজন করা হয়।
প্রিন্ট