ভেড়ামারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি, মাদকসেবী এবং বিভিন্ন মামলার পলাতক ১০জন কে গ্রেফতার করেছে।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের দিক নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাতের সার্বিক সহযোগিতায় থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে ৫জুন রবিবার রাতভর ভেড়ামারার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১জন সাজাপ্রাপ্ত আসামি, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জন এবং ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করে। ৬জুন সকাল আসামীদেও কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এলাকায় অপরাধ দমনে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। মাদকবিরোধী অভিযান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুনঃ নগরকান্দায় ৩০০ বছরের পুরোনো কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি উদ্ধার
প্রিন্ট