কুষ্টিয়ার খোকসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল জন্মজয়ন্তী পালন উদযাপন কমিটির আহবায়ক নাজিম রেজা লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি রিপন বিশ্বাস তার বক্তব্যে বলেন নজরুল ছিলেন বাংলা সাহিত্যের এক অন্যতম নক্ষত্র।
তিনি অবিভক্ত বাংলার পরাধীনতা, সাম্প্রদায়িকতা, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশ-বিদেশে শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি আরো বলেন নজরুলের জন্ম না হলে ব্রিটিশরা আরো কত বছরে দেশের শাসন করতেন তা বলা মুশকিল কারণ তিনি তাঁর লেখনীর মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলে ছিলেন। তাই তাকে অনেকবার জেলও খাটতে হয়েছে।
উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর এয় সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ওয়াজেদ আলী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রিন্ট