আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্পসারন অধিদপ্তর চাটমোহরে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২০ ফেরুয়ারী) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্টিত সমাপনী অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সৈকত ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল প্রমূখ।
এসময় যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।অনুষ্ঠিনটি সঞ্চলন করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ।
প্রিন্ট