গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আরও ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৮৮ শতাংশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘৫২১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যে শনাক্তের রেকর্ড। এ সময়ে ১৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৬৪ জনের দেহে। এর মধ্যে ১৮ হাজার ১৬২ জন সুস্থ হয়েছেন।
প্রিন্ট