ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃতে ডিবি একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বাচ্চু শেখ (৩৬), পিতা-সোবাহান শেখ, সাং-মুরারীদহ, থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুর টাকার বিনিময়ে গুলবাগ আবাসিক হোটেলের বিভিন্ন রুম ভাড়া দিয়ে পতিতাবৃত্তি কার্য পরিচালনা করে আসছে।
তখন ডিবি পুলিশের একটি চৌকস টিম ০৯ জানুয়ারি তারিখ ৯-০৫ মিনিটে কোতয়ালী থানাধীন গুলবাগ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে উক্ত আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রুম ভাড়া দিয়ে পতিতাবৃত্তি কার্য পরিচালনা করে আসছে।উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-২৫ (জিআর নং- ২৫/২০২২), তারিখ- ০৯ জানুয়ারি, ২০২২; ধারা- ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ১২; মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|
প্রিন্ট