হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী বিছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ায় (২১ জানুয়ারি) সকালে চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলোর মশালের ১৫ তম বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতি শক্তি প্রতিযোগিতা আয়োজন করে “আলোর মশাল” উক্ত আয়োজনে অংশ নেয় চরচেঙ্গা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও এম সি এস উচ্চ বিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক জনাব,সাহাব উদ্দিন,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন মামুন , এম.সি. এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নজিব উল্যাহ নাজিম। আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহাদুর রহমান, সদস্য রবিন উদ্দিন, সোহাগ উদ্দিন সহ অনেকে।
আলোর মশালের সদস্যরা বলেন, এমন ব্যাতিক্রমী উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, সৃজনশীলতার মনোভাব সৃষ্টি করবে।
প্রিন্ট