ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম মাহবুব শেখ (২৮)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে।
মাহবুবের পরিবারের সদস্যরা জানান, মাহবুব সোমবার বেলা ১০টার দিকে মোটরসাইকেলযোগে ওই ইউনিয়নের নদীয়ারচাঁদ থেকে বোয়ালমারী আসছিল। গুনবহা ইউনিয়নের মিনাচপুর নামক স্থানে পৌঁছলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে নেয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু ঘটে।
প্রিন্ট