ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে নিহত শিশুর নাম মৃত্যু ঘটেছে। তার নাম তাজিম শেখ (৩)। বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে শিশুটি মামার বাড়িতে বেড়াতে গেলে এ দুঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের শফিক শেখের ছেলে তাজিম শেখ (৩) মায়ের সঙ্গে রবিবার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পরিবারের সদস্যদের অলক্ষ্যে শিশুটি এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজি করে পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরমেশ্বরর্দী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল মান্নান মাতুব্বর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিন্ট