ফরিদপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ হোসেন দেওয়ান রবিবার ভোর সাড়ে ৪ টার সময় শহরের মাস্টার কলোনীস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২০০৫ সালে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহন করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য যনিত রোগে ভুগছিলেন।
স্বনামধন্য প্রয়াত এই শিক্ষকের প্রথম নামাযে জানাযা বেলা ১২ টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে এবং দ্বীতিয় নামাযে জানাযা বাদ জোহর ইয়াছিন মঞ্জিল জামে মসজিদে অনুষ্টিত হয়। পরে পারিবারিক সিদ্ধান্তে আলীপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত্যু কালে ইউসুফ হোসেন দেওয়ান স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা প্রয়াত শিক্ষকের ছাত্র-সহকর্মীদের কাছে দোয়ার প্রার্থনা করেছেন।
প্রিন্ট