ফরিদপুরের সদরপুর উপজেলার ৫ম ধাপের গত ৫ জানুয়ারীর নির্বাচনে সরকার দলীয় মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় নির্বাচন করে জামানত হারিয়েছে দুই নৌকার প্রার্থী। তারা ভোট পেয়ে সর্বনিম্ন রেকর্ড করেছেন। উপজেলার চরমানাইর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রহমান মাতুব্বর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মাত্র ৫৬ ভোট পেয়েছে। উক্ত ইউনিয়নের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চশমা মার্কায় পেয়েছেন ৩ হাজার ৩০০ভোট।
অপরদিকে চরনাছিরপুর ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী মিরাজ বেপারী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছে ১০১ ভোট। নির্বাচিত চেয়ারম্যান রোকন উদ্দিন মোল্যা সতন্ত্র প্রার্থী আনারশ প্রতীক নিয়ে পেয়েছে ৪ হাজার ৫৩৬ ভোট। এ ব্যাপারে বজলু মাতুব্বর ও মিরাজ বেপারীর সাথে কথা হলে তারা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। সমর্থকরা তাদের হয়ে কাজ করেছে।
এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ তাদের সাথে কোন যোগাযোগ রাখেনি। যার ফলে ফলাফলে বিপর্যয় ঘটেছে। এ ব্যাপারে উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করলে কেউ কথা বলেনি।
প্রিন্ট