ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হিম উৎসব। আজ বৃহস্পতিবার বিকেলে এই মেলা উদ্বোধন করা হয়।অনলাইন সংগঠন, ওয়ারকা হালিম ফরিদপুরিয়ান, এর উদ্যোগে শহরের অম্বিকা মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।
সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের ডিজিএম কাজী শাহিনুর রহমান (শাহজাদা ) অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, রাশিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সংস্কৃতি ব্যাক্তিত্ব সিরাজী কবির খোকন , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন এটা অনলাইন সংগঠনের মেলা এই মেলাটি প্রথমবারের মতো শুরু হয়েছে। তারা আশা করছেন ভবিষ্যৎ এ প্রতি বছরই এই মেলা অনুষ্ঠিত হবে।এই মেলায় ৩৭ টি স্টল অংশগ্রহণ করছে ।
এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। মেলায়, পোশাক, খাদ্য , গহনা ও গাছ সহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। প্রথম দিন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মেলায় উপস্থিত হন।
প্রিন্ট