ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে উত্তর আলিপুরে সঙ্গীত সন্ধ্যা সোমবার রাতে অনুষ্ঠিত হয়।স্থানীয় লোকমান উদ্দিন আহমেদের মাঠ এ অনুষ্ঠিত সঙ্গীত সন্ধ্যা য় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আহমেদ মেহেবি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দা আহমেদ আলি খান লাবু।
এতে স্থানীয় শিল্পীরা ছাড়াও আমন্ত্রিত অনেক শিল্পী বৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছে।
প্রিন্ট