ফরিদপুরের চরভদ্রাসনে নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সদর ইউনিয়ন, গাজীরটেক ইউনিয়ন ও চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২৭ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৯ জন মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও চর হরিামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির ব্যাপারী।
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রুবেল মিয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, উপজেলা মহিলালীগ নেত্রী ও জেলা মহিলা লীগের সদস্য রওশনআরা পারভীন।
প্রিন্ট