ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে কোমলমতি শিশুদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেণ সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মালেক মিয়া। সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার। বিনামূল্যে পাঠ্যপুস্তক পেয়ে কোমলমতি শিশুদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুব খুশি।
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কোমলমতি শিশুরা নতুন বই হাতে পেয়ে মহাখুশি। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারনে শিশুরা লেখাপড়ার প্রতি উদাসিন থাকলেও নতুন বই হাতে পেয়ে মহা উল্লাসে বাড়ি ফিরছে। নতুন বই নিয়ে কবে স্কুলে যেতে পারবে সে অপেক্ষায় আছে উপজেলার কোমলমতি শিশুরা।
প্রিন্ট