কুষ্টিয়ার খোকসায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২২ এর অংশ হিসাবে খোকসা উপজেলায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া এটা প্রশংসার দাবি রাখে। এই জাতীয় সাহসী পদক্ষেপ শুধুমাত্র বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমরা অবশ্যই লেখাপড়ার প্রতি মনোযোগ দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে।
তিনি বলেন করোনার মহামারীর কারণে ছাত্র-ছাত্রী যতটুকু পিছিয়ে পড়েছে আগামীতে আশাকরি সেটুকু শিক্ষক এবং অভিভাবককে সহযোগিতায় পুষিয়ে নিতে পারে। তিনি বলেন প্রাথমিক পর্যায়ে পাশের হার শতভাগ হল মাধ্যমিক স্তরে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল আগামীতে আরও ভালো করবে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সমস্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। তিনি শিক্ষকতা পেশা হিসাবে না নিয়ে ছাত্রছাত্রীদের নিজের সন্তান মনে করে পাঠদান করার আহ্বান জানান।
তিনি অভিভাবকদের বলেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিতভাবে পাঠান এবং পড়াশোনার দিকে নজর দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার তবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নাজনীন আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ ।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান উপজেলার আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসা, আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব সদর উদ্দিন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন। সকালে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলে পরিচালনা পরিষদের সভাপতি হাজী রহিম উদ্দিন খান। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু। দুপুরে শোমসপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়, বই বিতরণ করেন স্কুলে পরিচালনা পরিষদের সভাপতি প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন। এবারে খোকসা উপজেলায় প্রাথমিক লেভেলে বই বিতরণ করা হয় ৭৯ হাজার ৭শত। মাধ্যমিক বিদ্যালয় প্রায় সাড়ে ১৪ হাজার বই বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়।
প্রিন্ট