ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যানদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন আহমেদ, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান প্রধান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট