ফরিদপুরের চরভদ্রাসনে ৪ ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের খালপার দোপাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায় ঘটনার দিন গভীররাতে ডাকাতরা ঐ গ্রামের বাসিন্দা তাহের মন্ডলের ছেলে ফয়েজদ্দিনের ঘরের জানালা ভাঙ্গার চেষ্টাকালে বাড়ির গৃহিনী ঘটনাটি টের পেয়ে যায়। পরে তারা মোবাইল ফোনে বাড়িতে ডাকাত এসেছে এমন কথা স্থানীয়দের জানায়।স্থানীয়রা ঐ বাড়িতে ডাকাতি হওয়ার কথা মসজিদের মাইকে প্রচার করলে গ্রামবাসি একজোট হয়ে ধাওয়া করে চার ডাকাতকে আটক করে।
এসময় উত্তেজিত জনতা ডাকাতদের গনধোলাই ও এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চরভদ্রাসন থানা পুলিশ।আহত ডাকাতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভদ্রকান্দা ব্রাহ্মনদী গ্রামের মুজিবর মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৪৫), একই গ্রামের জমির মোল্যার ছেলে আবুল হোসেন (৩৫), ভদ্রকান্দা গ্রামের নুরুদ্দিন খালাসীর ছেলে সিদ্দিক খালাসী (৪৫) ও সোনামূখীরচর গ্রামের আঃ খালেকের ছেলে আরিফ হোসেন (৩৮)। ডাকাত দলের মধ্যে ইব্রাহিম মিয়া ও আবুল হোসেনের অবস্থা আশংঙ্কাজনক রয়েছে।
ডাকাতদের বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান গভীর রাতে ঐ গ্রামে ডাকাত ধরার খবর পেয়ে তার নেতৃত্বে এস আই আওলাদ হোসেন,এস আই মোঃ জাহীদ ও এ এসআই মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান তারা।পরে মূমুর্ষ অবস্থায় জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করেন।
ডাকাতদের প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের সাথে থাকা তিনটি ছোড়া, একটি কাটা সেলাই রেঞ্জ, ২টি স্ক্রু ড্রাইভার, ছয়টি ঘড়ির ব্যাটারী ও চারটি ব্যাগ সহ অন্যান্য মালামাল জব্দ করেছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রীয়াধীন রয়েছে।
প্রিন্ট