ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে কামরুজ্জামান কাইয়ুম মোল্লা নির্বাচিত হয়েছে বলে জানা যায়।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, মোট ১০ ভোট এর মধ্যে কামরুজ্জামান কাইয়ুম মোল্লা সর্বোচ্চ ৭ ভোট নির্বাচিত হয়। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তার মিয়া পেয়েছে ৩ ভোট।
নির্বাচিত সভাপতি কামরুজ্জামান কাইয়ুম মোল্লা বলেন, আমি এই স্কুল কমিটির সভাপতি নির্বাচিত হয়ে অত্যান্ত আনন্দিত। রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় একটি শতবর্ষ স্কুল। এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৪০০। আমি আগামী দিনে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়ে অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ততা রেখে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মান উন্নয়নে চেষ্টা করবো।
পাশাপাশি অত্র এলাকায় যাতে শিক্ষার হার বৃদ্ধি পায় সেদিকে কাজ করবো। তিনি আরো বলেন আমরা সকলে মিলে চেষ্টা করলে আমরা একটা শিক্ষিত সমাজ গড়তে পারবো। এসময় তিনি শিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে সকলকে ছাত্র-ছাত্রীদের শিক্ষার দিকে বিশেষ খেয়াল রাখার আহ্বান করেন।
প্রিন্ট