চাঁপাইনবাবগঞ্জে র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব -৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজপুর ইউনিয়নের পুরাতন ৩ ওয়ার্ডে কমলাকান্তপুর গ্রামের মুনসর মাস্টারের বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলে শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর দফাদার গ্রামের আজারুলের ছেলে জনি আলী (২৮) ও একই উপজেলার ছোটচক বাহালাবাড়ী মোড়ের মোঃ এনামুল হকের ছেলে মোঃ বাইরুল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
প্রিন্ট