রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ২ নভেম্বর উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের ২০২১-২০২২ অর্থ বছরের নির্বাচিত নাবী পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ আতাউর রহমান।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাট অধিদপ্তরের ফরিদপুরের সহকারী পরিচালক মরিয়ম বেগম, রাজবাড়ী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আজিম উল ইসলাম ও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মনসহ পাট উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণ গ্রহণকারী নাবী পাট বীজ উৎপাদনকারী ১শ’ জন চাষী উপস্থিত ছিলেন।
প্রিন্ট