টানা তৃতীয় বারের মত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অব্যাহত রয়েছে।
গত রবিবার ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে তার পাংশা শহরের বাড়ীতে গিয়ে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
জানা যায়, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডুর নেতৃত্বে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য কার্তিক সাহা, অনিল কুমার বিশ্বাস, নিতাই বিশ্বাস, অলোক দাস, লিটন কুমার বিশ্বাস, রত্না বিশ্বাস, গৌতম বসাক, গোলক কুন্ডু, টুটুল কুন্ডু ও অমিত কুন্ডুসহ প্রতিনিধিদল প্রথমে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ও পরে জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী সাঈদা হাকিমকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর বলেন, গত ২১ অক্টোবর রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও সাধারণ সম্পাদক স্বপন কুমার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি ৩য়বারের মত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি ও তার সহধর্মিনী সাঈদা হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেছি।
প্রিন্ট