কুষ্টিয়ার খোকসায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা বিজয় দশমীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সার্বজনীন এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উপজেলার গড়াই নদী, পদ্মা নদী, হাওর নদীসহ বিভিন্ন ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়।শুক্রবার দুপুরের মধ্যে খোকসা কালীবাড়ি, নিমতলা, কমলাপুর, শোমসপুর, একতারপুর, ওসমানপুর, আমবাড়িয়া, সিংগুরিয়াসহ বিভিন্ন পূজা মন্ডপ থেকে প্রতিভাগুলো নেওয়া হয় বিভিন্ন ঘাটে এই সময় নদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা, পুণ্যার্থী ও দর্শনার্থী জমায়েত হয়, প্রতিমা বিসর্জন উপলক্ষে নদীর তীরে বসে গ্রামীণ মেলা ।
বিকেল থেকে এঘাটে ওঘাটে প্রতিমা প্রদর্শনী শেষে সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর নদীতে প্রতিমা গুলো বিসর্জন দেওয়া হয়। খোকসা গড়াই নদীর পাড়ে প্রতিমা বিসর্জন ও গ্রামীণ মেলা দেখেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মালাকার, কালীবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি সুপ্রভাত মালাকার প্রমুখ ।
এবারে খোকসা উপজেলায় সর্বাধিক ৬৩ টি পূজা মন্দির শারদীয় দুর্গোৎসব পালিত হয় । শুক্রবার বিকেলে বিজয় দশমীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়। এ ব্যাপারে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সঙ্গে কথা বলা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান এবারের শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে এবং শুক্রবার বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়েছে।
প্রিন্ট