রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার ২৭ শে সেপ্টেম্বর সকালে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজবাড়ী জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন পর্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ হাসানাত আল মতিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাঃ সাহাদত হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশায় সোমবার সকালে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্ট