রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির চর গোপীনাথপুর সৈয়দ রশিদুন্নবী (রুমি) হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে রবিবার ২৬ শে সেপ্টেম্বর বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ফরিদা রশিদ ডলি, মৃগী শহীদ দিয়ানত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার জান্নাতুল ফেরদৌস (বিপু), হাজী মোঃ জাহাঙ্গীর কবির (জালাল খান), হাফেজ মোঃ জাহিদুর রহমান, আব্দুর রব সরদার ও সাইফুল ইসলামসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সভায় চর গোপীনাথপুর সৈয়দ রশিদুন্নবী (রুমি) হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এবং মাদ্রাসার নিচতলার মসজিদ উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সাথে মসজিদ ও মাদ্রাসা পরিচালনায় নতুন করে পৃথক পরিচালনা কমিট গঠন করে পরস্পর মিলেমিলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রিন্ট