কুষ্টিয়া র্যাব -১২ ভেড়ামারায় অভিযান চালিয়ে সন্ত্রাসে কালাচাঁদ (৩২) আটক করে।এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি অস্ত্র ও গুলি।
সে ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর এলাকার বাবু গাইনের এর ছেলে।
র্যাব সূত্রে জানা যায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল সোমবার ২৩ আগস্ট দুপুর ৩ টা ৫০ মিনিটের সময় ফয়জুল্লাপুর গ্রামের বাবু গাইনের ছেলে বসতবাড়িতে অভিযান চালায়।
দক্ষিণ দুয়ারী দোচালা টিনের ইটের দেওয়াল করা বসত ঘরের ভিতরে থাকা একটি বিদেশী রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ মিঠুন ওরফে কালাচাঁদ (৩২)সন্ত্রাসী কে গ্রেফতার করে ।
এই ব্যাপারে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি কে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট