কুষ্টিয়ার দৌলতপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।
বোমার আঘাতে আবু বক্কর ও তার স্ত্রী মধুবালার শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এ সময় বোমা বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, আবু বক্কর তার বাড়িতে বোমা তৈরি করছিল। এ সময় তার বাড়িতেই বিস্ফোরণ হয়। এতে তার স্ত্রীসহ আবু বক্কর আহত হয়। আহত আবু বক্কর একজন মাদক ব্যাবসায়ী বলেও জানান তিনি।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাশকতা সৃষ্টির জন্য এ বোমা তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, বোমায় আহতের হাত, মুখসহ শরীর বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক।
দৌলতপুর থানা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনে আহত। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট