ঢাকা , মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo নাটোরে জেলা প্রশাসকের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের প্রতি নানা পরামর্শ Logo হাজার হাজার নেতাকর্মীদেরসহ সম্মেলনে যোগদান বিএনপি নেতা কামালউদ্দিন মাষ্টারের Logo দলীয় পদে অনিয়মের অভিযোগ, নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বহিষ্কার দাবি Logo গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo ৫৯টি কমিউনিটি ক্লিনিকে ১ মাস ধরে ওষুধ সংকট Logo নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo বাগাতিপাড়ায় সপ্তাহব্যাপী মাতৃদুগ্ধ সচেতনতামূলক কর্মসূচি শুরু Logo মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত Logo কুষ্টিয়ায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে প্রতিবন্ধী নারী খুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নাটোরে জেলা প্রশাসকের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের প্রতি নানা পরামর্শ

রাশিদুল ইসলাম রাশেদ:

 

শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন—এই তিন বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

 

তিনি বলেন, “জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করা জরুরি। আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে, তবে এর অপব্যবহার থেকে দূরে থাকতে হবে।”

 

সোমবার (২৫ আগস্ট ২০২৫) দুপুরে লালপুরের গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে “মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীরা অনেক সময় দুপুরে খাবারের অজুহাতে বিদ্যালয় থেকে বের হয়ে আর ফিরে আসে না, এতে তাদের শেখার ক্ষতি হয়। এ সমস্যা সমাধানে তিনি সবাইকে বিদ্যালয়ে টিফিন আনার পরামর্শ দেন।

 

পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, দুর্নীতি-মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষক–অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন প্রকল্প, ওয়াকওয়ে, অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন করেন।

 

পরে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম প্রদানসহ নানা কার্যক্রমে অংশ নেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

নাটোরে জেলা প্রশাসকের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের প্রতি নানা পরামর্শ

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদ:

 

শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন—এই তিন বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

 

তিনি বলেন, “জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করা জরুরি। আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে, তবে এর অপব্যবহার থেকে দূরে থাকতে হবে।”

 

সোমবার (২৫ আগস্ট ২০২৫) দুপুরে লালপুরের গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে “মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীরা অনেক সময় দুপুরে খাবারের অজুহাতে বিদ্যালয় থেকে বের হয়ে আর ফিরে আসে না, এতে তাদের শেখার ক্ষতি হয়। এ সমস্যা সমাধানে তিনি সবাইকে বিদ্যালয়ে টিফিন আনার পরামর্শ দেন।

 

পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, দুর্নীতি-মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষক–অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন প্রকল্প, ওয়াকওয়ে, অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন করেন।

 

পরে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম প্রদানসহ নানা কার্যক্রমে অংশ নেন।


প্রিন্ট