ঢাকা , মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo নাটোরে জেলা প্রশাসকের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের প্রতি নানা পরামর্শ Logo হাজার হাজার নেতাকর্মীদেরসহ সম্মেলনে যোগদান বিএনপি নেতা কামালউদ্দিন মাষ্টারের Logo দলীয় পদে অনিয়মের অভিযোগ, নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বহিষ্কার দাবি Logo গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo ৫৯টি কমিউনিটি ক্লিনিকে ১ মাস ধরে ওষুধ সংকট Logo নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo বাগাতিপাড়ায় সপ্তাহব্যাপী মাতৃদুগ্ধ সচেতনতামূলক কর্মসূচি শুরু Logo মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত Logo কুষ্টিয়ায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে প্রতিবন্ধী নারী খুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দলীয় পদে অনিয়মের অভিযোগ, নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বহিষ্কার দাবি

মোঃ আমিন হোসেনঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নলছিটি পৌর শাখার আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার দুপুরে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সজিব দেওয়ান।

 

তিনি জানান, পৌর স্বেচ্ছাসেবক দলের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটির কমিটি করা হলেও দীর্ঘ আড়াই বছরে ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়নি। সর্বশেষ কেন্দ্রীয় নির্দেশে গত ২২ আগস্ট কমিটি ঘোষণা করা হলেও স্থানীয় নেতাকর্মীদের কোনো মতামত নেওয়া হয়নি।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল প্যদা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মামলা (জিআর মামলা নং-১৬/২৯) রয়েছে এবং তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। এমনকি সদস্য সচিবের পদ নাকি ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

 

এ সময় সজিব দেওয়ান আরও অভিযোগ করেন, আহ্বায়ক কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, ঠিকাদারের নির্মাণসামগ্রী চুরি, এমনকি নদীপথে জাহাজ আটকিয়ে মালামাল লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। অপরদিকে সদস্য সচিব সোহেলের বিরুদ্ধেও নলছিটি পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেনকে মারধরের ঘটনায় থানায় মামলা (নং ১৩) রয়েছে।

 

নেতাকর্মীরা অভিযোগ করেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা পদ-পদবি দেওয়ার নামে টাকা আদায় করছেন এবং ভিন্নমত পোষণ করলে বহিষ্কারের হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে ১৬ জন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব লিখিতভাবে জেলা কমিটির কাছে অনাস্থা প্রকাশ করেছেন বলেও জানানো হয়।

 

তাদের দাবি, ঘোষিত ১ নম্বর ওয়ার্ড কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় তারা দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বহিষ্কার দাবি করেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

দলীয় পদে অনিয়মের অভিযোগ, নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বহিষ্কার দাবি

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

মোঃ আমিন হোসেনঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নলছিটি পৌর শাখার আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার দুপুরে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সজিব দেওয়ান।

 

তিনি জানান, পৌর স্বেচ্ছাসেবক দলের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটির কমিটি করা হলেও দীর্ঘ আড়াই বছরে ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়নি। সর্বশেষ কেন্দ্রীয় নির্দেশে গত ২২ আগস্ট কমিটি ঘোষণা করা হলেও স্থানীয় নেতাকর্মীদের কোনো মতামত নেওয়া হয়নি।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল প্যদা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মামলা (জিআর মামলা নং-১৬/২৯) রয়েছে এবং তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। এমনকি সদস্য সচিবের পদ নাকি ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

 

এ সময় সজিব দেওয়ান আরও অভিযোগ করেন, আহ্বায়ক কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, ঠিকাদারের নির্মাণসামগ্রী চুরি, এমনকি নদীপথে জাহাজ আটকিয়ে মালামাল লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। অপরদিকে সদস্য সচিব সোহেলের বিরুদ্ধেও নলছিটি পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেনকে মারধরের ঘটনায় থানায় মামলা (নং ১৩) রয়েছে।

 

নেতাকর্মীরা অভিযোগ করেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা পদ-পদবি দেওয়ার নামে টাকা আদায় করছেন এবং ভিন্নমত পোষণ করলে বহিষ্কারের হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে ১৬ জন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব লিখিতভাবে জেলা কমিটির কাছে অনাস্থা প্রকাশ করেছেন বলেও জানানো হয়।

 

তাদের দাবি, ঘোষিত ১ নম্বর ওয়ার্ড কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় তারা দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বহিষ্কার দাবি করেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।


প্রিন্ট