মোঃ ইনামুল খন্দকার:
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর ঢল, উচ্ছ্বাসে ভরপুর কামালদিয়া ফুটবল মাঠ।
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে দীর্ঘ ১১ বছর পর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার বিকেলে কালপোহা ফুটবল মাঠে এ সম্মেলন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্মী সম্মেলনে নেতাকর্মীদের ঢল
কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর ঢল নামে। বাদ্যযন্ত্র ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকরা মাঠে প্রবেশ করেন।
সম্মেলনে কামালদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মাস্টার সমর্থকসহ বিশাল মিছিল নিয়ে যোগ দিলে মাঠে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।
বক্তব্য
সম্মেলনে বক্তব্যে কামাল মাস্টার বলেন, “এখন অনেকে বসন্তের কোকিল—যারা এতদিন নঙ্গর এবং ঈগলের হয়ে কাজ করেছেন, তারা এখন নব্য বিএনপি হয়ে এসে পদ-পদবীর জন্য দৌড়ঝাপ করছেন। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, এতদিন আমরা যারা দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছি, তারা আশা করছি নিরাশ হব না এবং ইনশাআল্লাহ কামালদিয়া ইউনিয়নের দায়িত্বভার আমরাই গ্রহণ করব।”
প্রিন্ট