রাশিদুল ইসলাম রাশেদ:
নাটোরের লালপুরে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন — মো. সুমন প্রামাণিক (৩৭) ও মো. রাজন প্রামাণিক (২৮)। তারা লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামের মৃত হান্নান প্রামাণিকের ছেলে।
সোমবার (৪ আগস্ট) রাত দুইটার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে উপজেলার মিল্কিপাড়া গ্রামে মৃত হান্নান প্রামানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪২টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাই রাজন ও সুমনকে গ্রেপ্তার করেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি আভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক কারবারিতে জড়িত। বড় ভাই সুমন প্রামাণিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছোট ভাই রাজনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট