আলিফ হোসেন:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সেভেটর (ভেকু) চালকসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় দুই ভেকু চালককে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ খননে ব্যবহৃত ভেকুটি নিষ্ক্রিয় করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকৈর ইউনিয়নের উজানখলসী পূর্বপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন পুকুর খননের সময় ৬ জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ভেকু চালক সাইফুল ইসলাম ও আরিফুল ইসলামকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ খননে ব্যবহৃত ভেকুটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়।
আটক অপর চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “ভূমি ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীন পুকুর খনন ও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এদিকে, একাধিকবার অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পুকুর খনন ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধ করায় স্থানীয় সাধারণ মানুষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন এবং অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 



















