মানিক কুমার দাসঃ
ফরিদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ নং কানাইপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের গতকাল শনিবার রাতে ভাটি কানাইপুর গ্রামের জি.এম ইউনুছ মাতুব্বরের বাড়ী সংলগ্ন এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কানাইপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব শেখ এর সভাপতিত্বে, দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লিংকন, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মিজানুর রহমান (মিনাল), কোতয়ালী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফ উন নবী, কোতয়ালী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন।
দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা, মহানগর ও থানা পর্যায়ের যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ-সময়, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দেশের ভবিষ্যত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন মওলানা আব্দুল রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাইপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্লা।
এ-সময় কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















