মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা শহরে সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের মালিকানাধীন মাহমুদ প্লাজা এবং বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের নির্মাণাধীন আলম প্লাজায় পজিশনের দাবীতে সোমবার (৩ নভেম্বর) পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পজিশনের ব্যবসায়ীরা।
জানা যায়, সোমবার সকাল ১১টায় মাহমুদ প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী ব্যবসায়ীদের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান এবং পজিশন দাবীদার ব্যবসায়ী নিতাই দত্ত বক্তব্য রাখেন।
এরপর নির্মাণাধীন আলম প্লাজার সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং ভুক্তভোগী পজিশন দাবীদার ব্যবসায়ী মজিবর রহমান বিশ্বাস বক্তব্য রাখেন। বক্তারা পজিশন দাবীর পক্ষে যুক্তি তুলে ধরেন।
পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী মন্ডল ও আব্দুল খালেক মিয়া, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নয়ন ও সাদেকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ কামাল মিয়া, প্রচার সম্পাদক আবুল কালাম মুন্সী, কার্যনির্বাহী সদস্য আব্বাস উদ্দিন, ব্যবসায়ী আলমগীর হোসেন, পজিশন দাবীদার ব্যবসায়ীদের মধ্যে কাজী নাজমুস সাকিব মেহেদী, শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আকমল হোসেন, উত্তম কুন্ডু, ফয়েজ উল্লাহ মুন্সী, আবুল হোসেন, শাহজাহান, আয়ুব আলী বিশ্বাস,বিশ্বনাথ, গৌর দাসসহ উভয় মার্কেটের পজিশন দাবীদার ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















