মানিক কুমার দাসঃ
ফরিদপুরে জাতীয় যুব শক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে পরিচিতি সভায় জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জুনায়েদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জুনায়েদ হোসেন জিতু।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এন সি পির যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ সাইফ খান, এন সিপির সদস্য মোহাম্মদ বাচ্চু মোল্লা, জাতীয় যুবশক্তি যুগ্ন আহবায়ক সোহেল সরদার, রাকিবুল ইসলাম মুখ্য সংগঠক জাতীয় যুব শক্তি, সাইম হোসেন সদস্য সচিব জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা শাখা, মোহাম্মদ আরিফ শেখ প্রধান সমন্বয়কারী ফরিদপুর সদর উপজেলা শাখা, মোঃ হাসান খান সিনিয়র যুগ্ন আহবায়ক জাতীয় যুবশক্তি, আনিসুর রহমান সজল মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ,অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমিন সিনিয়র যুগ্ন সদস্য সচিব জাতীয় যুবশক্তি।
আলোচনা সভায় জাতীয় যুব শক্তির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করে বলেন, জাতীয় নাগরিক পার্টির এন সি পির অন্যতম সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।
এ সংগঠন যুব সমাজের পক্ষে কাজ করবে। আমরা সম্পূর্ণ ভিন্নধারার রাজনীতি করব , দেশের কাজ করব , কারো স্বার্থ হাসিল করার রাজনীতি করব না।গত ১৫ বছর দেশে কোন সুস্থ ধারার রাজনীতি ছিল না । এ অবস্থা পরিবর্তন করতে হবে । আগামী বাংলাদেশের নেতৃত্বে দেবে তরুণরা। তারা জেগে উঠলে দেশে উন্নতি হবে ।
আমরা কাজ করতে পারলে দক্ষিণাঞ্চল এনসিপির ঘাঁটিতে পরিণত হবে। আমাদের যুবশক্তির নেতৃবৃন্দ প্রত্যেকটি এলাকায় কাজ করবে । বক্তারা বলেন যুব শক্তি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
আগামী দিনে যুবশক্তি দেশ গঠনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে আলিপুর গোরস্থানে জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















