আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিডিএমএ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বৃহস্পতিবার(৩০-১০-২০২৫) যোহর নামাজের আগ মূহুর্তে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর জামে মসজিদের উত্তর দিকের বাঁকে দুর্ঘটনার কবলে পড়েন ইয়ামিন। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত ইয়ামিন- বাঘা পৌরসভার (জিরো পয়েন্ট) মিলিকবাঘা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ বিন মুসার ছেলে ও বিএনপি নেতা- সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,যুবদল নেতা আলামিনের ভাতিজা। (সহোদর ভাইয়ের ছেলে) । ইয়ামিন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়,কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় তানভীর জানান,পন্যবোঝাই ট্রাক(খুলনা মেট্রো-ড,১১-০৩৮৮)টি বাঘা-আড়ানী সড়ক হয়ে আড়ানীর দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল চালক বাঘার দিকে যাচ্ছিল। এসময় সড়কের বাঁকে পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এসময় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। বৃহসপতিবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা শংকামুক্ত নয় বলে নিকট আত্নীয় সুত্রে জানা গেছে। অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,পণ্য বোঝাই ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















