মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ১৪৭ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ,
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮.১৫ মিনিটের সময় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার শোভারামপুর স্কুল সংলগ্ন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় চুয়াল্লিশ হাজার একশত টাকা মূল্যের একশত সাতচল্লিশ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: টিটু জোয়াদ্দার (৩৫), পিতা- মোঃ জাহাঙ্গীর জোয়াদ্দার, সাং- পশ্চিম শোভারামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত টিটু জোয়াদ্দার দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















