মানিক কুমার দাসঃ
ফরিদপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা জামায়াতের আমির মওলানা বদরুদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, নায়েবে আমির আবু হারিস মোল্লা, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব , সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর আমির এহসানুল হক রুবেল, সহকারি সেক্রেটারি জেনারেল এস এম আবুল বাশার, ফরিদপুর পৌরসভার নায়েবে আমির অধ্যাপক বেলাল হোসেন , অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন অম্বিকাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকুত হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শাখার নায়েবে আমির ফরিদুল হুদা।
অনুষ্ঠানে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের উপর হামলায় কথা স্মরণ করেন। তারা বলেন ঐদিন আমাদের ৫৪ নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। অসংখ্য মানুষকে আহত করা হয়েছিল। আমরা আজও ওই শহীদদের হত্যার বিচার পাইনি ।
বক্তারা বলেন গত ১৭ বছর শেখ হাসিনা দেশের মানুষকে জিম্মি করে রেখেছেন। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। দিনের পর দিন বিরোধী দলের নেতাকর্মীদের পর অত্যাচার নির্যাতন চালিয়েছেন। আমরা এসব ঘটনার বিচার দাবি করি। বক্তারা বলেন ২০২৪ সালের ৫ অক্টোবর ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেছেন ।
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার নেত কর্মীরা এখনো এদেশ রয়েছেন। তারা বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমাদের এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে বক্তারা বলেন ভারতের সাথে আমাদের যে বন্দী বিনিময় চুক্তি আছে তারই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচারের দাবি করেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ।
এছাড়া শেখ হাসিনা সরকারের সময় যে সকল হত্যাকাণ্ড হয়েছে তার প্রত্যেকটি বিচার করতে হবে।
এর পূর্বে বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা সমাবেশ সফল করতে সমাবেশ স্থলে উপস্থিত হন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















