মোঃ সাইফুল ইসলামঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর পর্যন্ত সালাইনগর-বাজিতপুর ব্রীজ এলাকায় চলে। অভিযানে জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকার বড়াল নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এ সময় নদী দখলে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও বানা জব্দ করে বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান। সহযোগিতায় ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার ও বাগাতিপাড়া মডেল থানার এসআই আশিস কুমার সান্যালের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, “প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচলে বাধা সৃষ্টি হয়, যা মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি 





















