মানিক কুমার দাসঃ
৭ দফা দাবি আদায়ের লক্ষ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আদর্শ পিকক ফেডারেশন এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন এবং পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি অধ্যাপক মওলানা নুরুজ্জামান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান , সাধারণ সম্পাদক আদর্শ শিক্ষক ফেডারেশন, আবু হারিস মোল্লা শিক্ষক নেতা ও শিক্ষক বাইতুল মোকাররম স্কুল, এস এম আবুল বাশার শিক্ষক নেতা ও শিক্ষক বাইতুল মোকাদ্দেম স্কুল, অধ্যাপক মনিরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ শিক্ষক ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা বলেন আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় আমরা হতাশ। আমরা বাড়ি ভাড়া উৎসব ভাতার দাবিতে মাঠে নেমেছি। আমাদের এই দাবিগুলি যৌক্তিক।
আমাদের মাত্র পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে । এটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষক সমাজকে বাদ দিয়ে কোন দেশের উন্নয়ন সম্ভব নয় । শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। আমাদের দাবি পূরণের জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আগামীতে আরও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয়।
এরপর তাদের সাত দফা দাবি তুলে ধরা হয় দাবিগুলো হলো।
বাড়ি ভাড়া ৪৫% করতে হবে। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে। উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করতে হবে। নন-এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে।
স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















